ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নওগাঁয় পানিফল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৯ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পানিফল চাষে আগ্রহ বেড়েছে নওগাঁর কৃষকদের।

নওগাঁ সদরের খাগড়া বিল, মরা বিল, হাসাইগারি বিলসহ বিভিন্ন খাল ও জলাশয়ে মৌসুমী ফল হিসেবে চাষ করা হচ্ছে পানিফল। আষাঢ় মাস থেকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত এ ফলের চারা লাগানো যায়। দুই থেকে আড়াই মাস পর পাওয়া যায় ফল। প্রতিটি গাছে ৩ থেকে ৪ বার ফল তোলা যায়। এ ফলের কোনো বীজ নেই, মৌসুম শেষে পরিপক্ক ফল থেকে আবারো চারা গজায়। সে চারাই পরে জলাশয়ে লাগানো হয়।

ফলন ও বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। এখান থেকে বিভিন্ন জেলায় পানিফল কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। পানিফল চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ সব ধরনের সহায়তা দেয়ার কথা জানায় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নওগাঁয় এ বছর প্রায় ৬০ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়