ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ১৭:৫৬, ১৭ মার্চ ২০২৩

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। সমাজের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সবাইকে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু সবাইকে নিয়ে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিবেদিত রয়েছেন। সবার সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়