ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নতুন রেকর্ড মেসির, যা আর কারো নেই!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:১০, ২৯ নভেম্বর ২০২১

লিওনেল মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসি ফুটবল খেলতে নামবেন আর কোনো রেকর্ড করবেন না, এটা যেন ভাবাই যায় না। রোববার ফরাসি ক্লাব পিএসজির হয়ে সেইন্ট এতিয়েনের বিপক্ষে খেলতে নেমেছিলেন লিও। নেমেই গড়েছেন নতুন রেকর্ড, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ১৪ বছর কমপক্ষে ১৫ গোলে প্রত্যক্ষ অবদান রাখার কৃতিত্ব গড়েছেন মেসি। গতকাল পিএসজির তিনটি গোলেই সরাসরি অবদান রেখে এই রেকর্ডে নাম লেখান তিনি।

ক্যারিয়ারে সবমিলিয়ে ৩১৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে যে সংখ্যা ২৭১টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬টি অ্যাসিস্ট তিনি করেছিলেন ২০১১ সালে। মেসিই একমাত্র ফুটবলার যার ৭০০’র বেশি গোল এবং ৩০০’র বেশি অ্যাসিস্ট রয়েছে।

এক নজরে লিওনেল মেসির অ্যাসিস্টনামা:

২০০৮ - ১৮ অ্যাসিস্ট
২০০৯ - ১৫ অ্যাসিস্ট
২০১০ - ১৭ অ্যাসিস্ট
২০১১ - ৩৬ অ্যাসিস্ট
২০১২ - ২২ অ্যাসিস্ট

২০১৩ - ১৬ অ্যাসিস্ট
২০১৪ - ২২ অ্যাসিস্ট
২০১৫ - ২৬ অ্যাসিস্ট
২০১৬ - ৩১ অ্যাসিস্ট
২০১৭ - ১৬ অ্যাসিস্ট

২০১৮ - ২৬ অ্যাসিস্ট
২০১৯ - ১৮ অ্যাসিস্ট
২০২০ - ১৯ অ্যাসিস্ট
২০২১ - ১৭* অ্যাসিস্ট

সর্বশেষ
জনপ্রিয়