ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২১ এপ্রিল ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। 

বুধবার (২০ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস এবং কারের সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যাওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নিহতদের সবাই আগুনে পুড়ে মারা গেছে। এক বিবৃতিতে নাইজেরিয়ার বাউচি প্রদেশের ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) কমান্ড জানিয়েছে, ‘অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে নিহতরা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একজন গাড়িচালক আহত হয়েছেন।’

উল্লেখ্য, রাস্তা ভালোভাবে রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে অনেক সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সেখানে সারা বছর জুড়ে গর্ত ও খানা-খন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় এবং এতে করে অসংখ্য মানুষের প্রাণহানি হয়।

সূত্র: রয়টার্স

সর্বশেষ
জনপ্রিয়