ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাকে পলিপ হলে করণীয়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ৮ আগস্ট ২০২২  

নাকে পলিপ হলে করণীয়

নাকে পলিপ হলে করণীয়

পলিপ কেন হয় তার সঠিক কারণ এখনো জানা যায় না। বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদি নাক ও সাইনাসের প্রদাহের কারণে এই রোগ হয়। এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে নাকে পলিপের সঙ্গে হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি প্রভাব রাখে।

কীভাবে বুঝবেন?

>>নাকে পলিপ থাকলে ঘন ঘন দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে।

>>নাক দিয়ে পানি পড়া, বেশি হাঁচি পাওয়া, নাকে কোনো গন্ধ না পাওয়া, মাথাব্যথা থাকা, নাকিসুরে কথা বলা, মুখ হা করে ঘুমানো ইত্যাদি। 

বিশেষজ্ঞরা বলেন, বিনা অস্ত্রোপচারে পলিপের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। তবে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণের ফলে পলিপের ফোলা ভাব কিছুটা কমে আসতে পারে। এ ছাড়া পলিপের চিকিৎসায় প্রাথমিক অবস্থায় স্টেরয়েড জাতীয় সেপ্র নাকে ব্যবহার করা যায়।

এই সমস্যাগুলো বারবার হলে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দিয়ে ভালো করে নাক পরীক্ষা করে নিলে ভালো

সর্বশেষ
জনপ্রিয়