ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাটোরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১৫ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোর জেলায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে আজ বুধবার এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রওশন আরা বেগম জানান, ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্য বিয়ে ও অনাকাংখিত গর্ভধারণ রোধ করি’ প্রতিপাদ্য নিয়ে ১৮ থেকে ২৩ ডিসেম্বর জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে।

পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করতে ঐ সপ্তাহে ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন ক্যাম্প আয়োজন করে বাল্যবিয়ে রোধে অভিভাবকদের এবং অনাকাংখিত গর্ভধারণ রোধ করে নিরাপদ গর্ভধারণ ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে পরামর্শ প্রদান ও উদ্বুদ্ধ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়