ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২৩ জানুয়ারি ২০২৩  

জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক

জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক

দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা ও জিলা স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা জামায়াত নেতা মকবুল মুন্সীসহ বিভিন্ন এলাকার ৩১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নাশকতার চেষ্টায় দিনাজপুর রেলস্টেশন, বাহাদুর বাজার ও জিলা স্কুল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়। এর আগে একই এলাকায় তারা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে দিনাজপুর পৌরসভার সামনে একটি বাসে ওঠার সময় পুলিশ ৩১ নেতাকর্মীকে আটক করে। আটকদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের এসব নেতাকর্মী জেলার বিভিন্ন স্থান থেকে শহরে এসে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত হচ্ছিলেন; এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়