ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে শুটিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১২ মে ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের সিনেমা কিংবা নাটকের শুটিং বন্ধ রয়েছে। বাংলাদেশেও সিনেমা ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিদ্ধান্তে সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত উপেক্ষা করে নাটকের শুটিং পরিচালনা করছেন নাট্যপরিচালক আদিবাসী মিজান। 

 

আদিবাসী মিজান (বামে) ও আনোয়ার হোসেন বুলু (ডানে)। ফাইল ছবি

আদিবাসী মিজান (বামে) ও আনোয়ার হোসেন বুলু (ডানে)। ফাইল ছবি

রোববার চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুকে সঙ্গে নিয়ে পূবাইলের ‘হাসনাহেনা’ শুটিংবাড়িতে ঈদের জন্য একটি নাটকের শুটিং করেছেন তারা। বিষয়টি সতত্যা নিশ্চিত করেছেন শুটিংবাড়ির মালিক ইসমত আরা চৌধুরী।

তিনি বলেন, প্রথমে নিষেধ করেছি। কিন্তু পরে তারা বলেন পূবাইল থানা থেকে অনুমতি দেয়া হয়েছে।

এদিকে নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু সংগঠনের নিষেধাজ্ঞা অমান্য করে শুটিং করার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, আজ সকালে আমাকে মোবাইলে মেসেজ দিয়ে একজন জানিয়েছেন, পূবাইলে নাটকের শুটিং চলছে। এরপর আমি বিষয়টি সংগঠনের দায়িত্বশীলদের জানিয়েছি। এ বিষয়ে বিকাল ৫টায় টেলি কনফারেন্সে সংগঠনের জরুরি মিটিং করব। যদি ঘটনা সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
জনপ্রিয়