ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নীলফামারীর সৈয়দপুরে শেখ রাসেল দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ১৮ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ পালন করেছেন সৈয়দপুর উপজেলা প্রশাসন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও হত্যা করেন। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

দিবসটি উপলক্ষে আজ (১৮ অক্টোবর) সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ দিবসে উপজেলা প্রশাসন সকাল ১০টায় শিক্ষার্থীদের চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ী প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক ৬জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা, পৌর, ও অঙ্গ  সংগঠনের পক্ষ থেকে আজ সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়