ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নেই কীর্তিমান নেতা, রয়েছে স্মৃতিতে ঘেরা সেই বাড়ি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৩ নভেম্বর ২০২০  

শহীদ সৈয়দ নজরুল ইসলাম

শহীদ সৈয়দ নজরুল ইসলাম

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীরদামপাড়ায় জন্মেছিলেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, কিশোরগঞ্জের কৃতিসন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলাম। দেশ বরেণ্য কীর্তিমান নেতা আজ বেঁচে নেই। তবে রয়েছে তার বসবাস করা সেই বাড়িটি। যে বাড়িটিতে এখনো তার বহু স্মৃতি বহন করে আছে। দেশের ইতিহাসের প্রধানতম এই পুরুষকে নিয়ে কিশোরগঞ্জবাসীর গবের্র শেষ নেই। আজও সমহিমায় পুরো জেলায় শ্রদ্ধাভরে উচ্চারিত হয় শহীদ সৈয়দ নজরুল ইসলামের নাম।

১৯৭৫ সালের ৩ নভেম্বর। আজকের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইতিহাসের নজিরবিহীন হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় চার নেতা। তাদেরই একজন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, কিশোরগঞ্জের কৃতিসন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলাম। জেলের ভেতর হত্যার শিকার হন তিনি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আজও তার কথা স্মরণ করে চোখের পানি ফেলেন। আর তাকে নিয়ে গর্ব করেন বীরদামপাড়ার মানুষ। তাদের একটাই দাবি, ১৯৭৫ সালে জেলে যে নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তার সুষ্ঠু ও পরিপূর্ণ বিচার।

পরিবার-পরিজন নিয়ে বসবাস করা সংস্কারহীন বাড়িতে সৈয়দ নজরুলের স্মৃতিস্মারক বলতে কিছু নেই। অযত্ন অবহেলার ছাপ পড়ে আছে পুরো বাড়িটি ঘিরে। সৈয়দ নজরুলের স্মৃতিঘেরা বাড়িতে এখন আর পরিবারের কেউ বসবাস করেন না। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাই দেখাশোনা করেন বাড়িটি। 

যশোদল বীরদামপাড়া বাসীদের চিন্তা চেতনায় এমন দেশপ্রেমিক একবারই জন্মায়। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তবে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলামের পরিত্যাক্ত বাড়িটিকে ঘিরে। সেটি সংস্কার করে তার স্মৃতি নিয়ে যেন কিছু একটা করা হয়। গত বছর সেই দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে মোতাবেক প্রায় শত কোটি টাকার প্রকল্পটি প্রস্তাব আকারে সরকারের ঊধ্বর্তন মহলে পাঠানো হয়। এরপর কমপ্লেক্সের নকশার কাজ শেষ হয়, কিন্তু কাজ শুরু না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তারা। 

শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে তার নিজ এলাকা যশোদলে একটি মেডিক্যাল কলেজ, শহরের আলোর মেলা এলাকায় একটি স্টেডিয়াম, ভৈরব রেলওয়ে সেতু তৈরি করা হয়েছে। সম্প্রতি চলতি বছর শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন খোলা জায়গায় তার স্মরণে একটি ম্যুরাল তৈরি করা হয়েছে। আর জায়গাটির নাম দেওয়া হয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর।সেটির উদ্বোধন করেছিলেন তারই কন‌্যা কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি। এই ম‌্যুরালটি দেখে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের কীর্তিমান এমন নেতা সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। 

তার শৈশব কেটেছে যশোদলের বীরদামপাড়া গ্রামেই। যশোদল মিডল ইংলিশ স্কুলে পড়াশোনা শেষ করে ভর্তি হন ময়মনসিংহ জিলা স্কুলে। জাতীয় নেতা হলেও এলাকার প্রতি গভীর টান ছিল তার। স্বাধীনতার পর সৈয়দ নজরুল ইসলাম শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর যশোদলে গড়ে তুলেন সুগার মিল, টেক্সটাইল মিলসসহ বিভিন্ন শিল্প কারখানা। যদিও পরবর্তী সময়ে সবগুলো শিল্পকারখানা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা এখনও ওইসব কলকারখানা একদিন আবার চালু হবে সেই স্বপ্ন দেখেন। 

বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা খুরশেদ আলম বলেন, গতবছর শুনেছি বাড়িটিকে ঘিরে স্মৃতি কমপ্লেক্স, জাদুঘর, পাঠাগারসহ আরো অনেক কিছুই নির্মাণ করা হবে। মাঝে একবার মাপঝোঁকও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কাজ শুরু হয়নি।

শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভাতিজা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু রাইজিংবিডিকে বলেন, আমার চাচাসহ জাতীয় চারনেতাকে হত্যার পর তখন পুরো দেশ স্তব্ধ হয়ে যায় এবং থমকে যায় দেশের অগ্রযাত্রা। তখনকার সময় আমাদের পরিবারকে চরম অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়েছে।  চাচা দেশের জন্য লড়ে গেছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আমি আশাকরি কিশোরগঞ্জবাসীসহ সারাদেশের মানুষ এ চারনেতার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সঠিক বিচারের প্রতিক্ষায় দিন গুনছে।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল রাইজিংবিডিকে বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। দেশ বরেণ্য নেতা আমাদের জেলার কৃতি সন্তানকে নিয়ে আমরা গর্ব করি। আমি মনে করি, এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচারটি পরিপূর্ণ হয়নি। তাদের বিচার পরিপূর্ণ করে ফাঁসিতে ঝুলাতে হবে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলামের চতুর্থবারের মতো সরকারিভাবে পালন করা হচ্ছে শাহাদাত বার্ষিকী। গত তিনবছর ধরে এ দিনটি সরকারিভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভাসহ সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন গুলোও আজকের দিনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়