ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নেতৃত্ব সংকটের কারণে কর্মীদের মাঝে হতাশা ভোলা বিএনপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১২ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলায় নামমাত্র চলছে বিএনপির কার্যক্রম। কোনো সাংগঠনিক কাজকর্মে তাদের দেখা নেই। দলীয় কর্মকাণ্ড চোখে পড়ে না। নেতাদের কোন্দলের কারণে এ জেলায় দলটির রাজনৈতিক কর্মসূচি একেবারেই স্থবির হয়ে পড়েছে। নেতৃত্ব সংকটের কারণে কর্মীদের মাঝেও বিরাজ করছে হতাশা। 

তৃণমূল নেতা-কর্মীরা জানান, সঠিক নেতৃত্বের অভাবে ভোলায় জনসমর্থন ধরে রাখতে পারছে না বিএনপি। জেলার শীর্ষ নেতাদের মধ্যে সৃষ্ট কোন্দলের কারণে দিনে দিনে সাংগঠনিক শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে দলটি। দেড় যুগ ক্ষমতার বাইরে থাকায় বিএনপির কার্যক্রম অনেকটা কেন্দ্রীয় কর্মসূচি নির্ভর হয়েছে পড়েছে। ব্যক্তি স্বার্থে পরিচালিত হচ্ছে দলের কার্যক্রম। ফলে তৃণমূল কর্মীরা আস্থা হারাচ্ছে দলটির ওপর। করোনাসহ বিভিন্ন দুর্যোগের সময়েও পাওয়া যায় না দলের নেতাকর্মীদের। এর কারণে অনেকটা হতাশ হয়ে পড়েছে সংগঠনের নেতাকর্মীরা।

দলের একাধিক নেতাকর্মী জানান, তৃণমূলের নেতাকর্মীদের তেমন কোনো খোঁজখবর নেই। বিভিন্ন দুর্যোগে দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও তাদের পাশে কেউ দাঁড়ায়নি। ফলে অনেকটা হতাশার মধ্যে সময় কাটছে। কয়েক বছর ধরে ভোলা বিএনপি অনেকটাই নিষ্ক্রিয়। নেতাদের মাঠে দেখা গেছে নামকাওয়াস্তে।

ভোলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, দল থাকলে দলের মধ্যে দ্বন্দ্ব থাকবেই। পূর্বে জেলার রাজনীতিতে নানা অসঙ্গতি থাকলেও বর্তমানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে নতুন রূপে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে দলের কার্যক্রম ধীর গতিতে চলছে। পরিস্থিতি ভালো হলে কার্যক্রমে গতিশীলতা আসবে।

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, আমাদের দলের মধ্যে কোনো বিরোধ নেই। দলের সব কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করে আসছি। নেতাকর্মীদের সাংগঠনিক কাজে সক্রিয় করার চেষ্টা চলছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়