ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নেত্রকোণা জেলা প্রশাসকের উদারতায় পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা পেলো সেই শিলা হাজং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ৬ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরের কুল্লগড়া ইউনিয়নের ছনগড়া গ্রামের আদিবাসী শিক্ষার্থী শিলা হাজং পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা পেল।

রোববার (৬নভেম্বর) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ তার হাতে এক লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।

জানা গেছে, তিন বছরের বেতন ও হোষ্টেল ভাড়ার বকেয়া প্রায় দেড় লাখ টাকা পরিশোধ করতে না পারার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিয়তা দেখা দেয় ময়মনসিংহ শহরের ব্রাম্মপল্লীর স্কলার নার্সিং ইন্সিটিউশনের শিক্ষার্থী শিলা হাজংয়ের।

তিনি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া গ্রাামের রবীন্দ্র্র হাজংয়ের মেয়ে। বেসরকারি ওই স্কলার নার্সিং ইন্সিটিউশনের শেষ বর্ষের শিক্ষার্থী শিলা হাজং।

অর্থাভাবে তার পরীক্ষা দেওয়ায় অনিশ্চয়তার নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে দৃষ্টি পড়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের। তিনি জেলার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারকে এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখার নির্দেশ দেন এবং শিক্ষার্থীকে নিয়ে তার সাথে দেখা করার কথা বলেন।

এরই প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান শিলা হাজংকে নিয়ে জেলা প্রশাসকের অফিস কক্ষে যান। পরে জেলা প্রশাসক ওই শিক্ষার্থীকে বুকে টেনে নেন এবং তার হাতে এক লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়