ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৭ ১৪৩১

নেত্রকোণার তিন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ৭ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশব্যাপী ‘শত সেতুর’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে নেত্রকোণার তিন সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে এসব সড়ক উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও নেত্রকোণা সড়ক বিভাগ ভিডিও কনফারেন্সসহ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান, নেত্রকোণা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. নুরুল আমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সাংবাদিকসহ সুশীল সমাজের নেতারা।

সেতু তিনটি হলো- নেত্রকোণা জেলার সীমান্ত সড়ক নেত্রকোণা অংশের চুঙ্গিরপুল সেতু, কাটাপাহাড় সেতু ও লক্ষীপুর সেতু।

এ তিনটি সেতু গত সেপ্টেম্বর ২০২০ সনে ৬ কোটি ৫ লাখ টাকায় ৫০ দশমিক ৮৮ মিটার দৈর্ঘ্য চুঙ্গিরপুল সেতু, ৬ কোটি ৮ লাখ টাকায় ৫০ দশমিক ৮৮ মিটার দৈর্ঘ্য কাটাপাহাড় সেতু ও ৬ কোটি ৮১ লাখ টাকায় ৪৪ দশমিক ০২ মিটার দৈর্ঘ্য লক্ষ্মীপুর সেতুর কাজ সমাপ্ত হয়ে উদ্বোধনের অপেক্ষায় ছিল।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়