ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণার দুর্গাপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সৌহার্দ্য সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ২১ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘‘জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে-থাকবো মোরা এক আবেশে’’ এই প্রতিপাদ্যে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে এক সম্প্রীতি সৌহার্দ্য অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দুর্গাপুর পুলিশ প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর থানা চত্বরে ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অফিসার ইন-চার্জ (ওসি) শাহ্ নূর- এ আলম এর সভাপতিত্বে, প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন আল-আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর-কলমাকান্দা উপজেলা ইমান আক্বিদা সংরক্ষন কমিটি সভাপতি মুফতি মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা অলি উল্লাহ, তেরীবাজার বড় মসজিদের ইমাম আব্দুর রব, আ’লীগ সহ-সভাপতি স্বপন সান্যাল, পুজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, আয়কর উপদেষ্টা অজয় সাহা, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, কৃষকলীগ নেতা স্বপন হাজং, কাউন্সিলল ইমরোজ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুরের সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও মতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেউ গুজবে কান দিবেন না।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়