ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণায় ৫ম ধাপে কেন্দুয়া ও মদনে নৌকার মাঝি যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৫ ডিসেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে ৫ম ধাপে ৭০৭ টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ই জানুয়ারি । এর মধ্যে নেত্রকোণা জেলার কেন্দুয়া ও মদন উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ৪ ডিসেম্বর শনিবার রাত ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নেত্রকোণা জেলার ২ উপজেলার নৌকার দলীয় মনোনয়ন ঘোষণা করেন। দলীয় নৌকা প্রতীক মনোনয়ন পেলেন যারা…

কেন্দুয়া উপজেলার-ঃ আশুজিয়া ইউপিতে মোঃ মঞ্জুর মিয়া, দলপা ইউনিয়নে মোঃ শাহীন মিয়া, বলাইশিমুলে মোঃআব্দুর রহিম, গোড়াডোবায় মোঃ কামরুজ্জামান খান সোহাগ, সান্দিকোণা বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, মাসকা মোঃ আব্দুছ ছালাম বাঙ্গালী, নওপাড়া মোঃ তাজুল ইসলাম তাজু, কান্দিউড়ায় তাপস ব্যানার্জী, চিরাং এনামুল কবীর খান, রোয়াইলবাড়ী আমতলা মোঃ শেখ নাজমুল হক, পাইকুড়া মোঃ ইসলাম উদ্দিন, মোজাফরপুর মোঃ জাকির আলম ভূঁইয়া, গন্ডা সঞ্জু মিয়া ।

মদন উপজেলায় -ঃ কাইটাইল ইউপিতে সাফায়াত উল্লাহ, চাঁনগাঁও মোঃ মজিবুর রহমান, মদন মোঃ খায়রুল ইসলাম, গোবিন্দশ্রী এ. কে. এম. নূরুল ইসলাম, মাঘান মোঃ জি এম শামছূল আলম চৌধুরী, তিয়শ্রী মুজিবুর রহমান, নায়েকপুর মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়া, ফতেপুর মোঃ জহিরুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।

এসময় মনোনয়নের সংবাদে প্রতিটি ইউনিয়নের এলাকাবাসীর মাঝে আনন্দময় পরিবেশ বিরাজ করছে।

এদিকে মনোনয়ন প্রার্থী চেয়ারম্যানরা নৌকার দলীয় মনোনয়ন পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়