ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোনার দুর্গাপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ১৬ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির আয়োজনে ‘‘দুর্গাপুর উন্নয়ন ভাবনা’’ এই প্রতিপাদ্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের অংশগ্রহনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ উপলক্ষে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজয় চক্রবর্তী‘র সঞ্চালনায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ‘র কার্যনির্বাহী সংসদের সদস্য রেমন্ড আরেং। অন্যদের মধ্যে আলোচনা করেন, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, এনজিও কর্মকর্তা মো. রুকনুজ্জামান, কবি জাহাঙ্গীর যুবরাজ, বিদ্যুৎ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুরে রয়েছে বালু, কয়লা ও সাদামাটির বিপুল ভান্ডার। এই সম্পদের লোভে একশ্রেনীর লোক সরকার কে নাম মাত্র ইজারা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। রাতারাতি হয়ে গেছেন আঙ্গুল ফুলে কলাগাছ।

অপরদিকে নস্ট হচ্ছে অত্র এলাকার রাস্তা ঘাট। দুর্গাপুর সীমান্তবর্তী উপজেলা এবং পৌরসভা হিসেবে আমাদের অবকাঠামোগত যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিলো, ততটুকু উন্নয়ন এখনো হয়নি। প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। জারিয়া টু দুর্গাপুর ট্রেন সার্ভিস দীর্ঘদিনের দাবী। দুর্গাপুরকে রক্ষা করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানোনো হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়