ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৬ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

“মুক্তির অভিন্ন চেতনায় সম্প্রীতির ঐকতান” এ স্লোগানে নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা শেষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও চিন্ময় তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রফেসর ননী গোপাল সরকার প্রমূখ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাহিত্য বিলাসের সত্বাধিকারী শ.ম গোলাম মাহবুব মাইকেল, জেলা পাবলিক লাইব্রেরীর সহসভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্রসহ শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রবন্ধ পাঠ করেন সুমিত্র সুজন এবং দুটি কবিতা আবৃত্তি করেন নব ও অনামিকা হক।

উল্লেখঃ বাঙালির জাতিসত্ত্বার দুই কিংবদন্তী পুরুষ নেতাজী সুভাষচন্দ্র বসু ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বৃহত্তর বাঙালি সমাজ এ বছর মহা উদযাপনে স্মরণ করছে। নেতাজীর ১২৫ তম জন্মবর্ষর্, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সাড়ম্বরে উদযাপনের ঢেউ কেবল বাঙালি সমাজেই নয়, গোটা উপমহাদেশকেই উদ্বেলিত করছে। নেতাজী সুভাষচন্দ্র বসু নেত্রকোনায় এক বৃহৎ সম্মেলনে যোগদান করেছিলেন। মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে এই দুই কিংবদন্তীর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে বিশেষভাবে উজ্জীবিত করছে।

এর আগে ২ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে এই চেতনাযাত্রার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। দুই দেশের নেতাজী-বঙ্গবন্ধু প্রেমীদের অংশগ্রহণে এই চেতনাযাত্রা দুই মহান নেতার স্মৃতিধন্য স্থানসমূহ প্রদক্ষিণ করে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গিয়ে শেষ হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়