ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নেত্রকোনায় মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দলের সদ্য গঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। গত মঙ্গলবার স্থানীয় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় দলটির নেতাকর্মীরা জেলা বিএনপিসহ জাতীয়তাবাদী মহিলা দলের কয়েক শীর্ষ নেতার কুশপুতুলে আগুন দেয়ার পাশাপাশি জুতাপেটা করেন।

গত মঙ্গলবার দুপুর দুটার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বক্তব্য রাখেন- সদ্য গঠিত কমিটির সহসভাপতি সুরাইয়া আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক রেহানা তালুকদার প্রমুখ।

তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গঠিত এ ‘পকেট কমিটি’ আমরা মানি না। শীঘ্র এ কমিটি বাতিল করা না হলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করব। বক্তব্য ও স্লোগানের পর নেতাকর্মীরা সদ্য গঠিত কমিটির সভাপতি এ্যাডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমল, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব রফিকুল ইসলাম খান হিলালীর কুশপুতুলে আগুন দেন। কয়েক বিক্ষোভকারী কুশপুতুলে জুতাপেটা করেন।

সর্বশেষ
জনপ্রিয়