ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেত্রকোনায় সাম্প্রদায়িক সহিংসতা রোধে সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ৩০ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাম্প্রদায়িক সহিংসতা রোধে আমাদের দায়িত্ব আপহোল্ডিং রাইটস অব মাইনোরটিজ বিয়ন্ড বর্ডার শীষক সংলাপ অনুষ্ঠিত হয়। নেত্রকোনার নারী প্রগতি সংঘের উদ্যোগে সেই সংলাপ অনুষ্ঠিত হয়।

গতকাল ২৯ নভেম্বর মারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবতী সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র বীব মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, বীর মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক উদীচী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লা এমরান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যমহিলা পরিষদের সাধারন সম্পাদক, অধ্যাপক নাজমুল কবীর সরকার প্রমুখ।

সংলাপে বক্তাগণ সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। আমাদের প্রত্যেককে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় থাকা উচিত।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়