ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে বিএনপি নেতার হামলায় ছাত্রলীগ নেতা আহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৫ ডিসেম্বর ২০২০  

আব্দুল মতিন লিটন

আব্দুল মতিন লিটন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরও থেমে নেই বিএনপি-জামায়াতের অপকর্ম। সন্ত্রাসী কায়দা তারা দেশের বিভিন্ন প্রান্তে সরকার দলীয় নেতা-কর্মীদের উপর হামলা অব্যাহত রেখেছে। এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটনের নেতৃত্বে পৌর ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ভুবনের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত ছাত্রলীগ নেতা ভুবন বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মজার বেপারী বাড়ির সামনে দুই দফায় ওই ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি আব্দুল আউয়াল মানিক ও ভুক্তভোগী ছাত্রলীগ নেতা ভুবন অভিযোগ করেন, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর বিএনপির সভাপতি লিটন ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন রুবেল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুবনের ওপর দুই দফায় হামলা চালায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটনের দাবি, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। ওই সময় অন্য কেউ ছিল না। ভুবন আমার ভাতিজা হয়। এর আগেও লিটনের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও এলাকায় প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক ছাত্রলীগ নেতার ওপর হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়