ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নড়াইলে টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ২৫ নভেম্বর ২০২১  

নড়াইল নার্সিং কলেজে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ ফাইজার টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

সকাল থেকে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায়। শিক্ষার্থীদের জন্য সরকারের এ উদ্যোগকে স্বাগত জানালেন শিক্ষার্থীরা। জেলায় শিক্ষার্থীদের দেয়ার জন্য ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছে।

বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ, নড়াইল এর আয়োজনে নড়াইল নার্সিং কলেজের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান। 

সিভিল সার্জন ডা. নাসিমা আক্তারের সভাপতিত্বে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও টিকা নিতে আসা শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 

গত ১ নভেম্বর থেকে দেশব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ( ১২-১৭ ) জন্য কোভিড-১৯ এর ফাইজারের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়