ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকুন্দিয়ায় বিতরণ করা হয়েছে চার হাজার মাস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ১৭ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সর্ব সাধারণের মাঝে চার হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে গত এক সপ্তাহ ধরে সকল স্তরের মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

রোববার (১৬ মে) সকালে স্থানীয় সংবাদকর্মীদের হাতে মাস্ক তুলে দেওয়ার সময় এ তথ্য জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

মো. রফিকুল ইসলাম রেনু বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিজাইজার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ লোকজনদেরকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।

উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলায় প্রায় চার হাজার মাস্ক বিতরণ করছি।

স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশা ও সাধারণ লোকজনের মাঝে এসব মাস্ক বিতরণ করছি। যা এখনও চলমান রয়েছে।

রোববার (১৬ মে) সকালে পাকুন্দিয়া প্রেস ক্লাবের সংবাদকর্মীদের জন্য মাস্ক দেন তিনি। এসময় প্রেস ক্লাবের পক্ষে মাস্ক বুঝে নেন কয়েকজন সংবাদকর্মী।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়