ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পিরোজপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ৩০ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেশের উপকূলীয় জেলা পিরোজপুরে বেড়েছে বাল্যবিয়ের সংখ্যা। স্কুল কলেজ খুললেও নিয়মিত ক্লাসে আসছে না অনেক ছাত্রী।

এদিকে বাল্যবিয়ে প্রতিরোধে কন্যা শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক আন্দোলন গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন। 

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে সদর উপজেলার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাল্যবিয়ে প্রতিরোধ সভা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের শপথ বাক্য পাঠ করান ডিসি আবু আলী মো, সাজ্জাদ হোসেন।

ডিসি বলেন, একটি বাল্যবিয়ে, একটি ছাত্রীর জীবন নষ্ট করে দেয়। করোনার প্রায় ২ বছরে অনেক কন্যা শিক্ষার্থী ঝরে পড়েছে। তার প্রধানতম সমস্যা বাল্যবিয়ে। দেশের প্রশাসন কাজ করছে, আপনাদের সবার সহযোগিতা পেলে শতভাগ বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। অচিরেই বল্যবিয়ে বন্ধে প্রয়োজন হলে আমরা কঠোর অবস্থানে যাবো। 

আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, ইউএনও বশির আহমেদ, সদর থানার ওসি মাসুদুজ্জামানসহ আরো অনেকে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়