ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

পিরোজপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে এগিয়ে চলছে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৩১ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলার শহরতলীর বলেশ^র নদের তীরে মুক্তারকাঠীতে ১৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। 

জেলা পরিষদের নিজস্ব জমিতে ২০১৯-২০২০ অর্থ বছরে এ শিশুপার্কটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা হয়। নিচু জমির মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণসহ প্রাথমিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। 

এ শিশুপার্কটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদন এলেই মূল পার্ক নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। 

মুক্তারকাঠী এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা জানান-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে এ পার্কটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে দেখে আমরা আনন্দিত হয়েছি। এছাড়া জেলা শহর পিরোজপুরে শিশুদের জন্য এতদিন কোন পার্ক ছিল না। এ পার্কের নির্মাণ কাজ শেষ হলে শিশুদের বিনোদনের জন্য একটি সুযোগ সৃষ্টি হবে। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়