ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেনের পরিমাণ। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমেছে সবগুলো সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। উভয় পুঁজিবাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১৬ কোটি ৬৬ লাখ ছয় হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ২৩৯ কোটি টাকা কম।

রবিবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫১ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৩টি ও অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১০৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ২৮১ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ১৪৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টি কোম্পানির। দর কমেছে ৮৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯৯ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৮৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৫২৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩৩৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১০ পয়েন্টে। সিএসআই কিছুটা কমে অবস্থান করছে ৯৮৬ পয়েন্টে।

সর্বশেষ
জনপ্রিয়