ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ২০ জানুয়ারি ২০২১  

ছাত্রদল নেতা জহিরুল ইসলাম

ছাত্রদল নেতা জহিরুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় চাঁদপুরের হাইমচরে ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলা সদরের আলগীবাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে গত রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন জহিরুল ইসলাম।

ফেসবুকে স্থানীয় ছাত্রদল নেতা জহিরুল ইসলাম লিখেছেন, ‘জাতীয় শ্রেষ্ঠ চোরের খেতাব পেতে যাচ্ছে হযরত শেখ হাসিনা’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে এমন কটূক্তি করায় স্থানীয় সাধারণ জনগণ তাৎক্ষণিক এর প্রতিবাদ করে। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে সুলতান আহমেদ গাজী বাদী হয়ে হাইমচর থানায় জহিরুল ইসলামের বিরুদ্ধে  অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ গাজীর ছেলে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হাইমচর শাখার ম্যানেজার ও উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন। এই নিয়ে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হয়।

হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার দায়ে জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) আদালতে প্রেরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, তার রিমান্ডের আবেদন করে এর সঙ্গে অন্যরা জড়িত কিনা জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়