ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইনালে বার্সেলোনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ৫ মার্চ ২০২১  

অনলাইন ছবি

অনলাইন ছবি

অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে সেভিয়াকে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পেছনে ফেলে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জয়ী হয় বার্সেলোনা। এর আগে প্রথম লেগে ২-০ গোলে পরাজিত হয়েছিলেন কাতালান জায়ান্টরা। জর্দি আলবার ক্রস থেকে অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ড্যানিশ অ্যাটাকার মার্টিন ব্রেথওয়েটের ডাইভিং হেডের গুরুত্বপূর্ণ গোলে বার্সার জয় নিশ্চিত হয়। এর আগে স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে জেরার্ড পিকের গোলে সমতা ফিরিয়েছিল বার্সেলোনা। মূলত ওই গোলেই ম্যাচটি রক্ষা করতে সক্ষম হয় রোনাল্ড কোম্যানের দল। গ্রিজম্যানের নিখুঁত ক্রস থেকে অভিজ্ঞ ডিফেন্ডার পিকের হেড পোস্টের খুব কাছে থেকে জালে জড়ালে স্বস্তি ফিরে আসে বার্সা শিবিরে। এর আগে ১২ মিনিটে ওসমান ডেম্বেলের ডান পায়ের জোরালো শটের গোলে দ্বিতীয় লেগের ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৩০ বারের স্প্যানিশ কাপ বিজয়ীরা। সপ্তাহের শেষে সেভিয়ার বিপক্ষে লা লিগায় ২-০ গোলের জয়ের ম্যাচটিতেও গোল করেছিলেন ডেম্বেলে।

যদিও ৭৩ মিনিটে সেভিয়া ম্যাচটি শেষ করার সুযোগ পেয়েছিল। ডি বক্সের মধ্যে লুকাস ওকাম্পোসকে ফাউলের অপরাধে অস্কার মিনগুয়েজার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় সেভিয়া। কিন্তু ওকাম্বোসের ডান পায়ের স্পট কিকটি সহজেই রুখে দেন মার্ক-আন্দ্রে টার স্টেগান। এ নিয়ে ৪২ বারের মতো কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাওকে ফাউলের অপরাধে লালকার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন ব্রাজিলিয়ান ফার্নান্দো। যে কারণে ১০ জনের দলে পরিণত হওয়া সেভিয়াকে বার্সার গতির মুখে প্রায়ই পিছিয়ে পড়তে দেখা গেছে। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে পিকে দলকে প্রথম লেগের সমতায় ফিরিয়েছেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটেই জর্দি আলবার ক্রস থেকে বার্সার জয়সূচক গোল উপহার দেন মার্টিন ব্রেথওয়েট। ফাইনালে বার্সার প্রতিপক্ষ লেভান্তে ও অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার বিজয়ী দল। সেমিফাইনালে দুদলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে সমতার মাধ্যমে শেষ হয়েছিল। আগামী ১৭ এপ্রিল সেভিয়ায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে

সর্বশেষ
জনপ্রিয়