ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেসবুক, ইনস্টাগ্রামকে টপকে গেলো টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বহু তোড়জোড় চললো; কেউই পারলো না টিকটকের সঙ্গে টেক্কা দিতে। ২০২০ সালেও তালিকায় শীর্ষে ছিল টিকটক। তবে সবচেয়ে বড় বাজিমাত করেছে ২০২১ সালে; হু-হু করে বেড়েছে অ্যাপটির ডাউনলোডের হার। কেবল যুক্তরাষ্ট্রেই অ্যাপটির ডাউনলোড বেড়েছে ৬০ লাখ।

ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অ্যাপটোপিয়া’ বছর জুড়ে ব্যবহারকারীরা যে অ্যাপগুলো সবচেয়ে বেশিবার ডাউনলোড করেছেন তার তালিকা প্রকাশ করেছে।

বছর শেষের হিসাব-নিকাশ শেষে একটি বিষয় পরিষ্কার, ২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক। পুরো বিশ্ব জুড়েই ব্যবহারকারীদের কাছে চাহিদা ছিল অ্যাপটির। তালিকায় টিকটকের পরেই মেটা’র মালিকানাধীন তিন অ্যাপ– ইনস্টাগ্রাম, ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ।

২০২১ সালে কোন অ্যাপ কত বার ডাউনলোড করা হয়েছে-

* টিকটক (৬৫ কোটি ৬০ লাখ ডাউনলোড)

* ইনস্টাগ্রাম (৫৪ কোটি ৫০ লাখ ডাউনলোড)

* ফেসবুক (৪১ কোটি ৬০ লাখ ডাউনলোড)

* হোয়াটসঅ্যাপ (৩৯ কোটি ৫০ লাখ ডাউনলোড)

* টেলিগ্রাম (৩২ কোটি ৯০ লাখ ডাউনলোড)

* স্ন্যাপচ্যাট (৩২ কোটি ৭০ লাখ ডাউনলোড)

* জুম (৩০ কোটি ডাউনলোড)

* মেসেঞ্জার (২৬ কোটি ৮০ লাখ ডাউনলোড)

* ক্যাপকাট (২৫ কোটি ৫০ লাখ ডাউনলোড)

* স্পটিফাই (২০ কোটি ৩০ লাখ ডাউনলোড)

সর্বশেষ
জনপ্রিয়