ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বই বসন্ত-বৈশাখে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২২ মার্চ ২০২১  

অনলাইন ছবি

অনলাইন ছবি

বই! শব্দটা মাথায় এলেই চোখে ভেসে উঠে শক্ত মলাটে মুড়ানো চারকোনা বিশিষ্ট একটা স্বপ্ন, একটা পৃথিবী অথবা একটা নতুন ভুবন। প্রিয় কোনো বই দেখা মাত্রই পাঠক মনে মুহূর্তের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি হয়। ওই কল্পনার জগৎ বা ওখানকার চরিত্রগুলো সম্পর্কে জানার কৌতূহলই পাঠককে বইটি পড়তে আগ্রহী করে তোলে। 

বইয়েরও এখন নানান সংস্করণ চলে এসেছে। ই- বই, পিডিএফ সংস্করণ ইত্যাদি ইত্যাদি। বইয়ের যতো সংস্করণই আসুক কাগজে বইয়ের আবেদন কি কখনও শেষ হয়ে যাবে? কাগজের বইয়ের কোন বিকল্প কি আছে, বা এর কোন বিকল্প কি আদৌ সম্ভব? কাগজের বইয়ের শব্দ বা চরিত্রগুলোকে যেভাবে ছুঁয়া যায় অন্য কোনোভাবে কি এতোটা সম্ভব হয়? বই মানে একটা পৃথিবী। কাগজে বইয়ের মাধ্যমে ওই পৃথিবীটা যতটা দেখা যায়, অনুধাবন করা যায় অন্য কোনো মাধ্যমে অতটা হয়ে উঠে না।

ধরা যাক শান্ত বিকেলে বা বৃষ্টিস্নাত একটি দিনে আপনি সবুজ একটা মাঠে বেড়াতে গেলেন। চারদিকে সবুজ আর সবুজ। বৃষ্টির পানিতে ভিজে গাছের পাতাগুলো ভিজে সবুজ আভা ছড়াচ্ছে। ওই সবুজ মাঠের কিছু ছবি তুলে এনে আপনার ড্রয়িং রুমে টাঙিয়ে রাখলেন। স্বশরীরে গিয়ে মাঠ দেখা আর ড্রয়িং রুমে টাঙানো ছবিতে মাঠ দেখায় যেমন পার্থক্য আছে কাগজের বই এবং স্কিনে বই পড়ার পার্থক্যটাও অনেকটা ওরকম। অনেকে আবার গল্প উপন্যাস পড়ার চেয়ে উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত নাটক বা সিনেমা দেখতে পছন্দ করেন। এই ব্যাপারটা আপনার কল্পনা শক্তিকে আরও সঙ্কোচিত করে তোলে। এমনিতেই যেন আমরা এক অস্থির সময়ে বাস করছি। কম্পিউটার বা মোবাইলের পর্দার সাথে আমাদের জীবন একাকার হয়ে গেছে। শোনতে সেকেলে মনে হলেও বই পড়ার নির্মল আনন্দ পেতে হলে আপনাকে ইলেক্ট্রিক পর্দা থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় রাখতে হবে।

বই মানে আনন্দ। আনন্দ মানেই শুধু হইহুল্লুড় নয়। কারও কারও হই হুল্লুড়ে আনন্দ, কারও আবার চুপচাপ বসে থাকাতেই আনন্দ। বই মেলাতে বিভিন্ন স্টলে থরে থরে আনন্দ সাজানো থাকে। আপনি আপনার মতো আনন্দ খোঁজে নিবেন। বই মেলা ছাড়া এমন অফুরন্ত আনন্দের সম্ভার কোথায় পাওয়া যাবে? এবার ১৮ মার্চ ৪ঠা চৈত্র থেকে বইমেলা শুরু হয়েছে। বসন্তে শুরু হয়ে মেলা শেষ হবে বৈশাখে। বইমেলার আনন্দ ভুবনে আপনাকে স্বাগতম।

সর্বশেষ
জনপ্রিয়