ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বগুড়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২৭ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের নেতৃত্বে নেতাকর্মীরা দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

সোমবার উপজেলার উত্তর কান্তনগর গ্রামের কৃষক জিহাদ সরকারের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের ২২জনের একটি দল।

এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সুলতান, মানিক মিয়া, আল আমিন, সোহানুর রহমান সোহাগ, অসিম আকরাম, সোহেল রানা, সামিউল ইসলাম সম্রাট, শাকিল আহমেদ, সাব্বির হাসান সিজু, মহন, সান, হৃদয়, উজ্জল, সবুজ, রাসেল, মনির, সুলতান, রিফাত, আনারুল, বাঁধন, সোহেল।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ নেতারা করোনাকালীন দরিদ্র কৃষকের পাশে থাকার অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নিয়েছি। আজ রোজা থেকেও ছাত্রলীগ নেতারা কৃষকের ধান কেটে দিয়েছে।’

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়