ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

বগুড়ায় ঘর পাবে আরও ৫০১টি গৃহহীন পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় গৃহহীনদের জন্য আশ্রয়াণ প্রকল্প-২ এর আওতায় বগুড়ার ১২ টি উপজেলায় ৫০১টি গৃহ বরাদ্দের কাজ এগিয়ে চলেছে।

আশ্রয়াণ-২  প্রকল্পের অধীনে প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত রেভিনিউ ডেপুটি কালেক্টর সাহাদৎ হোসেন জানান, বগুড়ায় এবার তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে  জেলার ১২ টি উপজেলায় গৃহহীন পরিবারের ৫০১ টি  পাবে।

গৃহহীনরা আর রোদে পুড়বে না, বৃষ্টিতে ভিজবে না। অন্যের বাড়ির বারান্দায় থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা চান গৃহহীনদের নিজস্ব ঠিকানা হোক। এমনটি জানালেন বগুড়া জেলা প্রশাসন। এ ঘরের গুলোর  প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। আগামী ২৬ মার্চ এ ঘর গুলো গৃহহীনদের বুঝিয়ে দেয়া হবে বলে জানান হয়।  তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো গৃহহীনদেন জন্য নতুন বরাদ্দ আসবে এমনটি জানান জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহাদৎ হোসেন। এবার নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় ঘর নির্মাণের ব্যয়ও বেড়েছে।

৫০১ ঘরের  প্রতিটিতে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। এর আগে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা।  ৫০১ ঘরের মোট নির্মাণ ব্যায় হবে ১২ কোট ২ লাখ ৪০ হাজার টাকা।

তিনি জানান বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় ১৫টি, বগুড়া সদরে ৪০টি, ধুনট উপজেলায় ১০০টি , দুপচাঁচিয়ায় ৩০টি, গাবতলীতে ৩৫টি , কাহালুতে ৪৬ টি , নন্দীগ্রামে ৪০টি, সারিয়াকান্দিতে ৫০টি, শাজাহানপুরে ৩০টি, শেরপুরে ৪৫টি, শিবগঞ্জে ৩৫টি ও সোনাতলা উপজেলায় ৩৫টি ঘর নির্মাণ কাজ চলছে।

তৃতীয় পর্যায়ের প্রথম ধাপের কাজ শেষ হওযার পর দ্বিতীয় দফারকাজ শুরু হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারী চলছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়