ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২২ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বগুড়ায় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করায় বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে মামলা ও জরিমানা করা হয়।

বুধবার রাত ৯টার দিকে জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিনব্যাপী অভিযান চালায় জেলা-উপজেলা প্রশাসন। অভিযানে ৩৬টি মামলায় ৫৮ হাজার ৯০০ টাকা টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার শহরের রাস্তাঘাটে কিছু রিকশা-ভ্যান, ও মোটরসাইকেল ছাড়া আর কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রয়েছে। শুধুমাত্র খোলা রয়েছে সবজি, ওষুধ ও খাবারের দোকান। প্রয়োজনীয় খাবার ও সামগ্রী কিনে ঘরে ফিরে যাচ্ছেন ক্রেতারা।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়