ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখা যাবে টি-স্পোর্টসে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১০ নভেম্বর ২০২০  

টি-স্পোর্টসের লোগো

টি-স্পোর্টসের লোগো

সফলভাবে প্রেসিডেন্টস কাপের সমাপ্তির পর এখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচটি দল নিয়ে নভেম্বরের শেষ দিকে শুরু হতে পারে এই প্রতিযোগিতা যার নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই লিগের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে সম্প্রতি দেশে চালু হওয়া ক্রীড়াভিত্তিক নতুন টিভি চ্যানেল টি-স্পোর্টস। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে টি-স্পোর্টস চ্যানেল কর্তৃপক্ষ। এটি দেশের প্রথম সম্পূর্ণ ক্রীড়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি সম্প্রচার করবে চ্যানেলটি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নেবে। এগুলো হলো-বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা, ফরচুন বরিশাল এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে টুর্নামেন্ট উপলক্ষে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু করেছে বিসিবি। সব মিলিয়ে বেশ আকর্ষণীয় একটি টুর্নামেন্ট উপহার দিতে বদ্ধপরিকর দেশের ক্রিকেট বোর্ড।

সর্বশেষ
জনপ্রিয়