ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরগুনায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ সিনোফার্মের টিকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৩ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনায় টিকা সঙ্কটের কারণে দুইদিন করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে ৬০ হাজার ডোজ সিনোফার্মের টিকা। শনিবার থেকে ফের শুরু হচ্ছে টিকাদান।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন।

বরগুনা সিভিল সার্জেন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ২২ হাজার নিবন্ধনকারীর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৫ হাজার জন। শুক্রবার ভ্যাকসিন আসার পর তাৎক্ষণিক ছয়টি উপজেলায় বিতরণ করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৮ হাজার, আমতলী ও তালতলী উপজেলায় ১৯ হাজার ৫০০, বেতাগী উপজেলায় ৭ হাজার ৫০০, বামনা উপজেলায় ৫ হাজার ও পাথরাঘাটা উপজেলায় ১০ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরগুনায় শুক্রবার পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৮০ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ২০২ জন, মারা গেছেন ১০৭ জন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়