ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বরিশাল মেডিকেল পেল ২০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ২ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে শ্বাসকষ্ট থাকা রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য এস আলম গ্রুপের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দেয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেশিনগুলো হস্তান্তর করা হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, করোনা রোগীদের জন্য কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস নেয়ার এ যন্ত্র অত্যাবশ্যকীয়। যন্ত্রটির চাহিদা বেড়েছে বহুগুণে।

হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন ১০ রোগী ভর্তি হতো। গত তিনদিনে গড়ে ৪০ জন করে রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী করোনায় আক্রান্ত।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন। তাদের অক্সিজেন সরবরাহের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন আছে ৩৭টি। অর্থাৎ গড়ে চারজন রোগীর জন্য ক্যানোলা মেশিন আছে একটি। এ হিসাব অনুযায়ী, মেশিনের ঘাটতি নেই। তবে রোগীর সংখ্যা বেড়েই চলছে। এভাবে বাড়তে থাকলে আগামীদিনে গুরুতর রোগীদের অক্সিজেন সরবরাহে এ ২০ টি মেশিন অনেক কাজে দিবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) বরিশাল জসীমউদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, মেডিকেলে কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন, ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. ইশতিয়াক হোসেন প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়