ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বর্জ্য অপসারণ করে নাগরিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মসিক মেয়র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যেই পবিত্র ঈদুল আজহার কোরবানি পশু ও পশুহাটের বর্জ্য অপসারণ করে নাগরিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।

মসিক সূত্র জানায়, এ কাজে ছোট-বড় ৫০টি গাড়ি, ৩টি এক্সকেভেটর, ৬টি জীবাণূনাশক পানি ছিটানোর গাড়ির মাধ্যমে সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডের ৪০১ পশু কোরবানি পয়েন্ট কাজ করেছে জন্য ৬০০ পরিচ্ছন্নতাকর্মী।

বাসিন্দাদের সার্বিক সহায়তা ও মসিকের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে উল্লেখ করে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

মসিক মেয়র বলেন, কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনায় গত কয়েক বছরের মতো এ বছরও সফলতা অর্জিত হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস এবং নিরবচ্ছিন্ন পরিশ্রমে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়