ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ী বৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১০ মে ২০২৩  

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ী বৃষ্টি

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ী বৃষ্টি

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

ইংল্যান্ডের চেমসফোর্ডে আগে ব্যাট করে ২৪৬ তোলে বাংলাদেশ। জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান তোলে আয়ারল্যান্ড। এরপরেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয়েছে।

শুক্রবার (১২ মে) একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে লড়বে দুই দল। সেদিনও আবহাওয়ার পূর্বাভাসে আছে বৃষ্টির শঙ্কা।

এদিকে প্রথমম্যাচ পরিত্যক্ত হওয়ায় কপাল পুড়েছে স্বাগতিক আইরিশদের, ভারত বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ হয়ে গেছে তাদের। টিকিট পেতে হলে তাদের খেলতে হবে বাছাইপর্ব।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে আয়ারল্যান্ডর সামনে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ ছিল। কিন্তু চেমসফোর্ডে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। ফলে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ
জনপ্রিয়