ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশে প্রধানমন্ত্রীর সমকক্ষ কোনো নেতা নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ জুন ২০২১  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতা বাংলাদেশে নেই, ভবিষ্যতেও সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির দিবস উপলক্ষে রোববার জতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, অনেকেই শেখ হাসিনার সঙ্গে অন্য কাউকে এক পাল্লায় মাপে, কিন্তু এটি অসম্ভব। শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতা বাংলাদেশে নেই, ভবিষ্যতেও হবে না। একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। বাকিরা দেশকে পেছনের দিকে নিয়ে গেছেন।

তিনি বলেন, ১১ জুন শুধু শেখ হাসিনা মুক্তি পাননি, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার পথ তৈরি হয়েছিল। তিনি মুক্তি পেয়েছেন বলেই আমরা ২০০৮ সালের নির্বাচন পেয়েছিলাম। এরপর একাধিকবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বের সামনে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা আজ শুধু আমাদের নয়, সারাবিশ্বের বাতিঘর। ৭৫‘ সালে যেমন বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে ভাঙার চেষ্টার করা হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনাকে গ্রফতার করার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হয়। এরপর মাইনাস টু ফরমুলা চালু করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। তবে কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়