ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ তুরস্কের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২২ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে একটি উদীয়মান নক্ষত্র হিসেবে আখ্যা দিয়ে এ অঞ্চলগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের বিনিয়োগকারীরা। আর এর জন্য বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপায়ও খুঁজছেন তারা।

সম্প্রতি এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিনি বলেন, বর্তমানে তুরস্ক-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ প্রতি বছর তুরস্কে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পাট রূপ্তানি করে থাকে।

এছাড়া ওষুধ প্রস্তুত শিল্প, আইটি, কৃষিশিল্প, হালকা প্রকৌশল, সেবা খাতে, পর্যটন ও স্বাস্থ্য খাতেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

অদূর ভবিষ্যতে বাংলাদেশে তুর্কী বিনিয়োগ সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রদূত জানান, শীর্ষস্থানীয় তুর্কী প্রতিষ্ঠান আইগাজিস চট্টগ্রামের এলপিজি সেক্টরে বড় আকারের বিনিয়োগ নিয়ে আসছে।

এ জন্য দু’দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই একটি তুরস্ক-বাংলাদেশ বিজনেস ফোরাম প্রতিষ্ঠা হচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়