ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বায়ার্নের বিপক্ষে খেলবেন মেসি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৩  

লিওনেল মেসি

লিওনেল মেসি

মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। এই হারে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। তার উপর কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির চোট চিন্তার ভাজ ফেলেছে তার কপালে। তবে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন তিনি। কারণ তার দাবি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের খেলা নিয়ে কোনো সংশয় নেই।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভোগা মেসি বায়ার্নের বিপক্ষে খেললেও, ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, ‘লিওকে (লিওনেল মেসি) আমরা মোনাকোর বিপক্ষে পাচ্ছি না। তবে ও (মেসি) সোমবারের অনুশীলনে ফিরবে। পরের ম্যাচে তাই ওকে (মেসিকে) পাওয়া নিয়ে সন্দেহ নেই আমাদের।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে গোল করেছেন ১৫টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। তাই পুরো দলকে মেসির জন্য খেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পিএসজির কোচ। তিনি বলেছিলেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি।’

তবে মোনাকোর বিপক্ষে মেসি না থাকায় নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হচ্ছে পিএসজিকে। এমনটাই আভাস দেন গালতিয়ের, ‘আমরা যেভাবে খেলি, সেখানে মেসির গুরুত্ব কতটা আমরা জানি। ও (মেসি) না থাকায় হয়তো আমাদের নতুন কৌশলে খেলতে হবে। লিওকে ছাড়া মোনাকোর বিপক্ষে খেলা দুর্ভাগ্যজনক। তবে এমনটা হতেই পারে, এটা একটা মৌসুমের অংশ।’এ সময় কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে কথা বলেন গালতিয়ের, ‘এমবাপ্পেকে নিয়ে কথা আগেই বলেছি। বলেছি ও (এমবাপ্পে) তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। ফুটবলারদের ফিটনেসই আগে। আমি ফুটবলারদের ফিটনেস নিয়ে সতর্ক থাকি, বিশেষ করে যেহেতু মৌসুমের এখনো অনেকটা বাকি।’

সর্বশেষ
জনপ্রিয়