ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপিতে রাজনীতিবিদ তৈরি হয় না, লুটেরা তৈরি হয়: এবি পার্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ১ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হলেও নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপি। দলটির নেতারা বিভিন্ন মত ও পথে বিভক্ত। সিনিয়র নেতাদের অন্তর্দ্বন্দ্ব ও কোন্দলে বিএনপির জেরবার অবস্থা। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিএনপি। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস দলটিকে জনবিচ্ছিন্ন করেছে। আজকে দেশে বিরোধী দলের রাজনৈতিক সংকটের জন্য বিএনপি দায়ী বলে মনে করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

সম্প্রতি বাংলা নিউজ ব্যাংকের সাথে একান্ত আলাপে মজিবুর রহমান মঞ্জু বিএনপির রাজনৈতিক অবস্থা নিয়ে এমন মন্তব্য করেন। তার মতে, বিএনপি নেতারা রাজনীতিকে দেখেন অন্ধের হাতি দর্শনের মতো। চোখ বন্ধ করে আছেন বিএনপি নেতা, তারা ভীতু। পরিবর্তনের রাজনীতিতে বিএনপি নেতারা বিশ্বাসী নন, তারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন-তাই তাদের ডাকে কেউ সাড়া দেয় না। মির্জা ফখরুলরা রাজনীতিতে সিনিয়র হলেও তাদের যথেষ্ট রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে। বিএনপির কোনো ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য নেই বললেই মনে হয়। বিতর্কিত নেতৃত্ব দিয়ে রাজনীতি হয় না।

মঞ্জু আরো বলেন, ক্ষমতার রাজনীতিতে বিরোধী দলকে দমিয়ে রাখা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলা চলে। আজকের বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করছে, সেগুলো বিএনপির বিরুদ্ধে আরো বেশি ছিলো। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, হত্যা-ধর্ষণের রাজনীতি চালু করেছিলো বিএনপিই। বিএনপিকে অগণতান্ত্রিক দল বলতে দ্বিধা নেই আমার, বিএনপিতে নেতা তৈরি হয় না-তৈরি হয় দুর্নীতিবাজ ও লুটেরা। বলা চলে, তরুণ সমাজের জন্য বিএনপি কিছুই করেনি। তরুণ প্রজন্ম বিএনপিকে পছন্দ করে না। বিএনপি বরং এবি পার্টির কাছ থেকে রাজনীতির শুদ্ধ পাঠ নিতে পারে।

সর্বশেষ
জনপ্রিয়