ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বিদেশিরা ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করতে পারবেন এটিএম বুথে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ১১ ফেব্রুয়ারি ২০২১  

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ঘুরতে আসেন অনেক প্রকৃতিপ্রেমী। এখন থেকে তারা নিজেদের ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে বিদেশি মুদ্রায় কেনাকাটা করতে পারবেন। এটিএম বুথ থেকে তুলতে পারবেন টাকাও।

বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, বাংলাদেশে আগত বিদেশি পর্যটক অথবা যাত্রীরা তাদের ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে টাকাও তুলতে পারবেন।

বিশ্বব্যাপী ক্যাশলেস মাধ্যম বাড়ানোর অংশ হিসেবে অনুমোদিত ডিলার ব্যাংক বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে চুক্তির আওতায় নস্ট্র অ্যাকাউন্টে জমার মাধ্যমে ইন্টারন্যাশনাল কার্ডের লেনদেন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি মুদ্রার বিনিময় টাকার লেনদেন নিষ্পত্তি করবে।

চুক্তি অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংক কেনাকাটার জন্য বিদেশি পর্যটক বা যাত্রীদের ওয়ালেট থেকে বিদেশি মুদ্রা কিনবে। অথবা যতদিন তারা বাংলাদেশে থাকবেন ততদিনের জন্য এককালীন (ওয়ান টাইম) কার্ড ইস্যু করবে। এছাড়া অনুমোদিত ডিলার ব্যাংক মার্চেন্টের কাছ থেকে পয়েন্ট অব সেলস মেশিনে কেনাকাটার ব্যবস্থা করবে।

সর্বশেষ
জনপ্রিয়