ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ৩০ নভেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিনামূল্যে দেশের নাগরিকদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেবে সরকার। এর জন্য নিয়ে আসা হবে করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজ।

আজ সোমবার এমন তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা। একইসাথে চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে আরো কঠোরভাবে অভিযান চলবে। সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরো ৮/১০ দিন দেখা হবে। এরপরও যদি মাস্ক ব্যবহার না করেন কেউ তাকে প্রয়োজনে জেলে পাঠানো হবে।

সর্বশেষ
জনপ্রিয়