ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্বের প্রথম টুইটের দাম উঠল ২.৫ মিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ৭ মার্চ ২০২১  

টুইটার

টুইটার

টুইটার সিইও জ্যাক ডরসির করা প্রথম টুইটের দাম নিলামে ২.৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। শনিবার ‘নন-ফিগারেবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রির জন্য এই দাম দেখা গেছে।

এনএফটি হচ্ছে এক ধরনের ডিজিটাল ফাইল যা ছবি, ভিডিও বা অন্য অনলাইন মিডিয়ার মালিকানা স্বত্বের ডিজিটাল স্বাক্ষর সনদ হিসেবে কাজ করে।

বিবিসি জানিয়েছে, টুইটটি ২০২০ সালের ডিসেম্বরে প্রথম নিলামে ওঠে। ডরসি এখন নিলামের লিংক পোস্ট করায় বেশি আলোচনা শুরু হয়েছে।

২.৫ মিলিয়ন ডলার দাম বলেছেন ব্রিজ ওরাকল সিইও সিনা এস্টাভি।

ডরসির ১৫ বছর পুরোনো টুইটটি টুইটারেরর সবচেয়ে খ্যাতনামা টুইটগুলোর একটি। নিলামে অংশগ্রহণকারীরা ডিজিটাল স্মৃতিচারণা হিসেবে অনেক দামে টুইটটি কিনতে পারেন বলে উল্লেখ করেছে রয়টার্স।

এই দামে টুইটটি বিক্রি হলেও অনলাইনেই থেকে যাবে, যতদিন না ডরসি এবং টুইটার কোম্পানি ডিলিট করে।

ডরসি এটি নিলামে তুলেছেন ডিজিটাল স্বাক্ষর শ্রেণিতে। শুক্রবার তালিকাভুক্তির পর সেটির লিংক টুইট করেন টুইটার সহ-প্রতিষ্ঠাতা।

এর কয়েক মিনিটের মধ্যেই ওই টুইটের দাম ওঠে ৮৮ হাজার ৮৮৮ ডলার ৮৮ সেন্ট।

সর্বশেষ
জনপ্রিয়