ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৈধ-অবৈধ কোনো মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে না: মোস্তাফা জব্বার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২২ অক্টোবর ২০২১  

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল হ্যান্ডসেটের নেটওয়ার্ক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গণমাধ্যমকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সিদ্ধান্তের পর সব ধরনের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারে নিবন্ধিত হবে।

মন্ত্রী বলেন, বিটিআরসির কাজ ছিল দেশে চালু থাকা সব হ্যান্ডসেটের বিস্তারিত ডাটাবেস রাখা। এটি সফলভাবে সম্পন্ন হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড চাইলে মূল্য সংযোজন কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটগুলোর একটি তালিকা বিটিআরসি দিতে পারবে।

অনিবন্ধিত হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিটিআরসি এক সপ্তাহ আগে একটি চূড়ান্ত নোটিশ দিয়েছিল। এর মধ্যেই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত এলো।

সর্বশেষ
জনপ্রিয়