ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে হচ্ছে আইসোলেশন সেন্টার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ৭ জুন ২০২০  

করোনাভাইরাস মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটকে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার করা সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খান, এসপি মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ প্রমুখ।

ডিসি হায়াত-উদ-দৌলা খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালকে বর্তমানে ২৫ শয্যার আইসোলেশন সেন্টার বানানো হয়েছে। সেখানে ১৭ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজকে আইসোলেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, জেলায় এখন পর্যন্ত ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন বক্ষব্যাধি হাসপাতালে, দুইজন ঢাকায়, একজন কুমিল্লায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া একজন সুস্থ হয়েছেন। জেলায় করোনামোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়