ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ১০০০ পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ২ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

রোববার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তেল, চিনি, পেঁয়াজ, সেমাই, ডালসহ বিভিন্ন উপকরণ। 

এ সময় উপস্থিত ছিলেন ডিসি হায়ত-উদ-দৌলা খাঁন, এসপি মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা পরিষদেরর মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম প্রমুখ।

র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ কর্মসূচির আওতায় মানবিক খাদ্য সহায়তার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হচ্ছে। দেশে যাদের অর্থ আছে, বিত্ত আছে তারা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের আর কোনো খাদ্যে অভাব থাকবে ন। তিনি সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।  

সদর উপজেলার ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন,  লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দেয়া হয়েছে। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ২ হাজার ৫০০ পরিবারকে এই মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়