ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ফাঁকা শহরেও তৎপর ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ১৫ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও চলছে ঈদুল ফিতরের ছুটি। শহরের চিরচেনা ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা। নেই মানুষের কোলাহল কিংবা যানবাহনের চাপ। তবু দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। গুটিকয়েক রিকশা-মোটরসাইকেল চলাচল করতে দেখলেই হাতের ইশারায় তাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

শুক্রবার দুপুরে জেলা শহরের ল্যাবএইড মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য শংকর মুজুমদার। তিনি জানান, সড়ক ফাঁকা, তাই কিছুটাটা স্বস্তি পাচ্ছেন। দুইদিন আগেও প্রচণ্ড দাবদাহে সিগন্যালে দাঁড়িয়ে যানজট সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে।

শংকর মজুমদার জানান, ঈদের দিন বৃষ্টি হওয়ায় প্রকৃতি অনেকটা সতেজ। রোদের তাপ নেই, শহরে যানজট নেই। মানুষ স্বাচ্ছ্যন্দে ঘোরাফেরা করছে। আগামী দুইদিনও এমন পরিস্থিতি থাকবে। এরপরই দেখা যাবে পুরোনো সেই চিরচেনা দৃশ্য।

ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত করও মোটর সাইকেল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেন। তিনি বলেন, ঈদ-পূজাসহ সব উৎসবেই আমাদের দায়িত্ব পালন করতে হয়। আমাদের অধিকাংশ সময় ব্যস রাস্তার মোড় কিংবা সিগন্যালে দাঁড়িয়েই কেটে যায়। জনগণকে চলাচলে কিছুটা স্বস্তি দিতে পারলেই আমরা খুশি থাকি।

তিনি আরো বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আর আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনে ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্য বদ্ধপরিকর। নানা প্রতিবন্ধকতার মধ্যেও সাধ্য অনুযায়ী আমরা কাজ করে যাই।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়