ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভারতকে নিজের ঘরের মতো বলে উল্লেখ করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ১৪ নভেম্বর ২০২০  

কলকাতায় যাওয়ার আগে বেনাপোলে সাকিব

কলকাতায় যাওয়ার আগে বেনাপোলে সাকিব

কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে বৃহস্পতিবার ভারতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। কাজ শেষ করে শুক্রবার দেশে ফিরেছেন তিনি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতকে নিজের ঘরের মত বলে উল্লেখ করেছেন টাইগার অলরাউন্ডার। 

কলকাতায় যে কয়েকটা বড় কালী পূজার আয়োজন করা হয় তার মধ্যে সাকিবের উদ্বোধন করা মন্ডপটি অনেক নামকরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চাপিয়ে টাইগার অলরাউন্ডারকে মূল মন্ডপের দিকে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, এ জায়গাটা আমার কাছে ঘরের মতোই মনে হয়। তাই আপনারা আমাকে ডাকলে আমি কখনো নিষেধ করি না। আপনারা আমার জন্য সবসময় প্রার্থনা করবেন এবং সমর্থন দিয়ে যাবেন। পাশাপাশি সবাই একসঙ্গে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

বৃহস্পতিবার রাতে কলকাতার কাঁকুড়গাছি এলাকার ‘আমরা সবাই ক্লাব’ আয়োজিত এ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নিরাপত্তাজনিত কারণে স্থলপথ বাতিল করে আজ সকাল ১১টায় কলকাতা থেকে বিমানে ঢাকায় ফেরেন সাকিব। এর আগে শুক্রবার সকালে স্থলপথে বেনাপোল চেকপোস্ট হয়ে তার দেশে ফেরার কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাকিবের দেশে ফেরার আয়োজন বাতিল হয়েছে। ভারতে যাওয়ার আগে বেনাপোল স্থলবন্দরে এক ভক্ত সেলফি তুলতে চাওয়ায় তার ফোন ফেলে দিয়েছিলেন সাকিব। তার এমন কাজ সমালোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়