ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভালুকায় ১৯৯টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভালুকায় নন্দিত প্রকল্পের ১৯৯টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি কোরবানির গরুর গোস্ত বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। রাংচাপড়া নন্দিত প্রকল্পে গোস্ত বিতরণের উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী ও গ্রাম পুলিশের মাধ্যমে এ সব গোস্ত বিতরণ করা হয়।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, ‘আত্মত্যাগ ও মানবতার কল্যাণে উদযাপন হোক পবিত্র ঈদ-উল-আযহা।

বৈশ্বিক এ দুর্যোগের সময় অনেকেই খুব কষ্টে আছেন। নন্দিত প্রকল্পে বসবাসরত নিম্ন আয়ের মানুষদের সাথে একটু ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেড়ে আমার খুব ভালো লাগছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়